জারণ (Oxidation) বিক্রিয়া ও বিজারণ (Reduction) বিক্রিয়া। জারণ ও বিজারণ বিক্রিয়াকে একত্রে রেডক্স বিক্রিয়া বলা হয়।
রেডক্স বিক্রিয়া : রেডক্স অর্থ জারণ–বিজারণ। যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত হয় তাকে জারণ–বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলে। এতে বিক্রিয়কের জারণ সংখ্যার পরিবর্তন হয়।