সাম্য বল : কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তবে সেই বলগুলোকে সাম্য বল বলে। ধরো, একটি বস্তুকে দুইজন যদি সমান বলে বিপরীত দিকে টানে তবে কি বস্তুটি কোনো দিকে যাবে? না। কারণ, এখানে একদিকের বলটি অন্যবলের সাথে ক্রিয়া করে শুন্য বল সৃষ্টি করবে।